(ক)প্রথমত এই দপ্তরে সরকারীভাবে পাট উৎপাদনের জন্য উচ্চফলনশীল জাতের পাট বীজ যেমন-তোষা ও-৯৮৯৭ জাত এবং তোষা ও-৭২জাতের পাট বীজ তালিকাভুক্ত ১০০০ জন পাট চাষীর প্রত্যেকের এক একর জমিতে বপনের জন্য ২.৩২৫কেজি পাট বীজ বিনামূল্যে বিতরন করা হয় প্রয়োজন মত রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। (খ) দ্বিতীয়তঃ এই দপ্তরের মাধ্যমে নাবী পাট বীজ উৎপাদন যাহা( প্রতি বছর ১৫ই আগষ্ট হতে বপন শুরম্ন হয় এবং ১৫ই সেপ্টেম্বর পর্যমত্ম চলে) তালিকাভুক্ত ২৫০ জন পাট চাষীর মধ্যে পাট বীজ উৎপাদনের লক্ষ্যেবিনামূল্যে পাট বীজ রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS